আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব: কামরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২০ ২২:০১:৩৬

সিলেট :: বাংলাদেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব। গ্রাহকদের সাথে সুন্দর ও ভাল আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম প্রচারের মাধ্যমে গ্রাহক বৃদ্ধি পায়।

তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারে বশির কমপ্লেক্সে বাবলা এন্ড বাদ্রার্সের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এম. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি খন্দকার সিপার আহমদ, পরিচালক এহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ মোটরপাটর্স ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল হোসেন, সহ সভাপতি এম.এ জামান সুহেল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আনু, আব্দুস সাদেক লিপন, জাকির হোসেন চৌধুরী, ইউসিবি ব্যাংকের আরএম আমিনুল ইসলাম, লামাবাজার শাখার ব্যবস্থাপক শহিদ উদ্দিন, লালদিঘিরপার শাখার ব্যবস্থাপক সব্যসাচি, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ীর সভাপতি হাজী রইছ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল কুররা কারী মোজাম্মিল হোসাইন চৌধুরী, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নুল হোসেন, ডা. হেলাল আহমদ, মোমিনুল ইসলাম বাবর, আমিনুল ইসলাম বাবলা, মোঃ জাফর সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৮/প্রেবি/ডিজেএস


শেয়ার করুন

আপনার মতামত দিন