আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে জয় পেল কলকাতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২০ ২২:২৪:২০

ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগরের নুনু একাডেমির ৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে কলকাতা ফুটবল একাডেমি।

শুক্রবার বিকেলে তাজপুর মঙ্গলচন্ডি স্কুল মাঠে বিপুলসংখ্যক দর্শক সমাগমে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে জয় লাভ করে।
 
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যাচের একমাত্র গোলদাতা কলকাতা একাদশের অসিত।

খেলা শেষে ধারা ভাষ্যকার জুয়েল আহমদ নুর, আলী হোসেন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্যা, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান।

বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দাল মিয়া, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ইমরান রব্বানি, আনহার মিয়া, উপজেলা যুবলীগর সভাপতি আনা মিয়া,  সহ-সভাপতি যুবলীগ নেতা আরিজ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মিলন, প্রবাসী কমিউনিটি নেতা আনহার মিয়া, ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা অরুনোদয় পাল ঝলক, জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি এম এফ আলী ফয়েজ, সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল,  সদস্য জয়নাল আবেদীন, কবির আহমদ, আ.লীগ নেতা মইন উদ্দিন মোহন, সেবুল আহমদ, আক্তার আহমদ মিনছার, নাজমূল ইসলাম মুন্না, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আমজদ নুনু, আলী হোসেন, জুমন আহমদ প্রমুখ।

খেলা পরিচালনা করেন রেফারি আছাব আলী। সহকারি ছিলেন আহাদ আলী হানু ও ইমরানুর এমরান।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৮/এফএএফ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন