আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে পাওনা টাকার জের ধরে হত্যা চেষ্টা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২১ ১৪:৪৯:০৬

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: এলোমেলো চুল দাড়িতে ঘুরে বেড়ান দিন রাত। তাবিজ কবজ করে চলে দিনপাত।

কিন্তু তাবিজে কাজ না করায় প্রান হারাতে বসেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়া গ্রামের  ইনুস মিয়া (৪০) কে।

জানা যায়, প্রেমিকা কে বশ করতে ইনুস মিয়াকে তাবিজ করতে টাকা দেন কটালপুরের ছলাই মিয়া। তাবিজে কাজ না করায় গত ১৮ এপ্রিল রাতে কটালপুর সেনেরবাজারস্থ নানু মিয়ার মার্কেটের তৃতীয় তলায় ইনুস মিয়াকে ডেকে এনে ছলাই মিয়া জুবেল মিয়া সহ ৫/৬ জনের দল তাকে ঝাপটে ধরে ছুরি দিয়ে গলাকাটার চেষ্টা করে। প্রান বাঁচাতে প্রাণপণ ধস্তাধস্তি করে চিৎকার করলে লোকজন আসতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। গলায় মারাত্মক জখম নিয়ে রক্তক্ষরনে অজ্ঞান হয়ে যান ইনুস মিয়া। স্থানীয়রা তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরের দিন
এ ঘটনার প্রতিবাদে সেনের বাজারে সভা করেন ব্যবসায়ী ও এলাকাবাসীরা।

আহত ইউনুস মিয়ার ভাতিজা জুয়েল আহমেদ বলেন, ছলাই মিয়া, জুবেল মিয়া ও অপরিচিত কয়েকজন হত্যার উদ্দেশ্যেই ইউনুস মিয়ার গলা কাটার চেষ্ঠা করে।

অন্য দিকে জানা যায়, অভিযুক্ত ছলাই মিয়া মাদকাসক্ত বখাটে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ইউনুস মিয়ার ভাই বাদি হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ থানার এসআই ফারুক খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা তদন্তাধীন। আসামি গ্রেফতারে অভিযান চলছে।

সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৮/এফইউ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন