আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

'বাংলাদেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠছে'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৪ ১৭:৫৮:০১

সিলেট :: সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছেন। আওয়ামী লীগের শাসন মানেই বাংলাদেশের উন্নয়ন।

মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড লালারগাঁও উত্তর বাড়ী জামাল আহমদের বাড়ীর রাস্তার উপর কালভার্ট নির্মান কাজের শুভ উদ্বোধন কালে তিনি এক কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ আজ উন্নত বিশ্বের কাতারে থাকতো। কিন্তু পরাজিত শক্ররা তাকে স্বপরিবারে নিমর্মভাবে হত্যা করেছে। আমরা পিতা হারানোর বেদনাকে শক্তিতে রূপান্তরিত করে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম টুনু, স্পেন প্রবাসী আব্দুল মালিক আজির, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সিলেট মহানগর যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির আহমদ মোস্তফা, সিলেট মহানগর যুবলীগে নেতা মোঃ সাইদুর রহমান, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ গুলজার আহমদ, আম্বরখানা গালর্স স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সিলেট নগরীর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আকরার বখত মজুমদার, নাজিম উদ্দিন, আল-রহমান ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিঃ এর প্রোপ্রাইটর মোঃ আশিক মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সদস্য সচিব সাংবাদিক ওলিউর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আজকের সংবাদ সিলেট ব্যুরো চীপ মোঃ মঞ্জুর হোসেন খান, ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম, ৩নং ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, বিশিষ্ট মুরব্বী, ব্যবসায়ী  ও আওয়ামীলীগ নেতা হাজী মনির উদ্দিন, মোহাম্মদ রইছ মিয়া, আনা মিয়া, ছাদিক মিয়া, শ্রমিকলীগে নেতা আবুল হোসেন, মোহাম্মদ আলী, মিলাদ আহমদ, মির্জা আওলাদ বেগ, জামাল আহমদ, নজরুল ইসলাম, শাকিল আহমদ, জুনেদ আহমদ, যুবলীগ নেতা কামরান আহমদ, জুয়েল আহমদ, হেলাল আহমদ, আহমদ সুজন, ছাত্রলীগ নেতা ফারহান আহমদ, রুমেল আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২৪ এপ্রিল ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন