আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বিশ্ব টিকাদান সপ্তাহ উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৪ ১৮:১০:৫৬

সিলেট :: ব্যাপক উৎসাহ উদ্দীপনা জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার সিলেট বিভাগে ‘বিশ্ব টিকাদান সপ্তাহ’ উদ্বোধন করা হয়েছে। হাম-রুবেলা নির্মূল পর্যায়ে নিয়ে আসার জন্য বিশেষ করে এ সপ্তাহ পালন করা হচ্ছে। ‘কার্য্যকর টিকা সকলের সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব টিকাদান সপ্তাহ জাতীয় পর্যায়ে সিলেটে উদ্বোধন করা হয়। সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল প্রাঙ্গনে বিশ্ব টিকাদান সপ্তাহের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ.এইচ এম এনায়েত হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

বেলুন উড়িয়ে বিশ্ব টিকাদান সপ্তাহ উদ্বোধন শেষে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে মাহাবুবুল হক, ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. আলতাফ হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের আইভিডি, টিম লিডার ডা. রাজেন্দ্র বুহরা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ সেকশনের চিফ ডা. মায়া বন্দ্যেনান্ত, ইউনিসেফ-এর সিলেট বিভাগীয় চিফ অব ফিল্ড অফিস কাজী দিল আফরোজা ইসলাম। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ডা. আহমদ সিরাজুম মুনির।

প্রধান অতিথির বক্তব্য এনায়েত হোসেন বলেন, আজকের এ উদ্বোধন খুব সুখকর। টিকাদান কর্মসূচি সিলেট বিভাগে অনেক পিছিয়ে আছে। এ উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্য সংশ্লিষ্ট সকলের মধ্যে উদ্দীপনা সৃষ্টি এবং আমরা এ সংকট কাটিয়ে ওঠে সুখময় ভালো অর্জন করতে পারব। এই জন্য প্রয়োজন আমাদের মনমানসিকতা পরিবর্তের সাথে সাথে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে মানুষের সুস্থতা ও ভালো থাকা নিশ্চিতকরনে টিকাদান কর্মসূচি সফল করতে হবে। এজন্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, শহরের মানুষ সচেতন। এইসব দিবস শুধু শহরে জাকজমকপূর্ণ পালন করলে চলবে না। জনগনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। এ ধরনের কার্যক্রম আন্তরিকতার সাথে পালনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। তাহলে দেশের সফলতা সম্ভব।

সিলেটভিউ২৪ডটকম/২৪ এপ্রিল ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন