আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৪ ২০:১৮:৫৫

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বদ্যিালয়ের  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এসময় তিনি কর্মচারীদের সময় মত অফিসে আসার এবং সততার সাথে কাজ করার আহ্বান করেন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসাইন ও হিসাব দপ্তরের পরিচালক আ ন ম জয়নাল আবেদীন।

সিলেটভিউ২৪ডটকম/২৪ এপ্রিল ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন