Sylhet View 24 PRINT

চাঁদা দাবি ও হত্যার হুমকী: ছয় জনের সশ্রম কারাদণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৫ ১০:৫২:০৪

নিজস্ব প্রতিবেদক :: চাঁদা দাবি, হত্যার হুমকীর অভিযোগে সিলেটে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় আদালত ছয় জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

এ সময় আসামি নগরের জালালাবাদ থানার হালদারপাড়ার ফরমুজ আলীর ছেলে সোহেল হাসান (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে হানিফ আহমদ (৩৭) কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার অন্য চার আসামি জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়া ডি ব্লকের আফতাব আলীর ছেলে ইমরান আহমদ এমরান (৩৬), পাঠানটুলার মৃত আব্দুল হাকিমের ছেলে ফরহাদ হোসেন কবীর (৩৬), কালিবাড়ির রইছ আলীর ছেলে সেবুল আহমদ (৩৬) ও জালালাবাদ থানার পনিটুলা এলাকার আব্দুল জলিল শাহজাহান (৩৬) পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী।

জানা যায়, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগে ২০১৭ সালের ২৪ এপ্রিল মদিনা মার্কেটের হাজী আলতাব আলীর ছেলে রঙ্গুল মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় সাত জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই ইবাদুল্লাহ তদন্ত শেষে  ৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বনকলাপাড়ার আতিক নামের এক তরুণকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সিলেটভিউ২৪ডটকম/২৫ এপ্রিল ২০১৮/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.