Sylhet View 24 PRINT

শাবিতে ডিএনএ দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৫ ১৭:২৭:১৫

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক ডিএনএ দিবস পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিএমবি ডিবেটিং এন্ড ক্রিয়েটিং ক্লাবের উদ্যোগে এ দিবসটি পালিত হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক ভবন এ’র সামনে হতে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে একটি সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. বদিয়ার রহমান, শাবির বিএমবি বিভাগের প্রধান ড. শামীম আহমেদ, সহকারী অধ্যাপক ড. শেখ মির্জা নুরুন্নবীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

র‌্যালি পরবর্তী সমাবেশে  ড. শামীম বলেন, আমাদের জাতীয় দিবসের পাশাপাশি এই ধরণের দিবস পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে দিবসগুলো নিয়মিতভাবে পালন করার আহবান জানান তিনি।



সিলেটভিউ২৪ডটকম/২৫ এপ্রিল ২০১৮/এমকে/জেএম/এসডি


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.