আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাতকে ছিনতাইকারীদের ধরতে পুরস্কার ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৫ ১৮:৫০:২৫

ছাতক প্রতিনিধি :: ছাতকে মুক্তিযোদ্ধার স্ত্রীর এখলাছুন নেছার তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী সাংসদ মুহিবুর রহমান মানিকের বাসার সামনের সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছিনতাইকারীদের ছবি পেয়েছে।  তবে তাদের গ্রেফতার করতে পারেনি।

ছিনতাইকারীদের গ্রেফতারে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন, ছিনতাইকারীদের ধরতে আমরা ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি।  ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

জানা যায়, মঙ্গলবার বেলা দেড়টায় মোগলপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নূর মিয়ার স্ত্রী এখলাছুন নেছা সোনালী ব্যাংক থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়ে ভাইয়ের সাথে রিকশাযোগে বাসায় ফিরছিলেন।  শহরের মন্ডলীভোগস্থ মুজিবুর রহমান একাডেমির সামনে পৌঁছার পর লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী তাদেরকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সিলেটভিউ২৪ডটকম/২৫ এপ্রিল ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন