আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

শমশেরনগরে বাংলা বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৫ ২১:৫৮:১৫

জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে শমশেরনগর বণিক কল্যাণ সমিতি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শমশেরনগর রেলওয়ে মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল এর সভাপতিত্বে গোপাল বর্মা মনি ও আবেদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, বিশিষ্ট শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, জাতীয় পার্টি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি দুরুদ আলী, সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন খান, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, সাংবাদিক মুজিবুর রহমান (রঞ্জু) ও বাবু রতন বর্মা।

স্বাগত বক্তব্য রাখেন, শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম এ আউয়াল উজ্জল। এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বণিক কল্যাণ সমিতির সদস্য লালনুর রহমান লালনসহ সকল সদস্যবৃন্দ, শমশেরনগর বাজারের ব্যবসায়ীসহ সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৫ এপ্রিল ২০১৮/জেএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন