আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রবিবার থেকে বিয়ানীবাজারের পিএইচজি স্কুল মাঠে গড়াচ্ছে ফুটবল টুর্ণামেন্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ০০:২৫:১৩

সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার :: বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পৌরশহরের পিএইচজি হাই স্কুল মাঠে ফের গড়াচ্ছে ফুটবল টুর্ণামেন্ট। যুক্তরাষ্ট্র প্রবাসী খায়রুল ইসলাম খোকন’র পৃষ্টপোষকতায়  আগামী ২৯ এপ্রিল রবিবার থেকে শুরু হতে যাওয়া ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতির এ টুর্ণামেন্ট সম্পন্ন হবে ১১ই মে।

এদিকে ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষ্যে মঙ্গলবার রাতে পৌরশহরের নয়াগ্রামস্থ মোহামেডান স্পোটিং ক্লাবের কার্যালয়ে আয়োজক কমিটি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় খেলা আয়োজক কমিটির আহবায়ক হারুন আহমদ জানান, টুর্ণামেন্টে নিদনপুর-সুপাতলা ফুটবল একাদশ, ইয়াংস্টার ফুটবল ক্লাব কাকুরা, তিলপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ, শেওলা ইউনিয়ন ফুটবল একাদশ, জলঢুপ স্পোর্টস একাডেমি, দেউলগ্রাম জাগরণ সংঘ, সিটি ক্লাব-বিয়ানীবাজার এবং লাউতা ইউনিয়ন ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে। আগামী ২৯এপ্রিল থেকে শুরু হওয়া টুর্ণামেন্ট ১১মে সম্পন্ন হবে। টুর্ণামেন্টের প্রতিটি খেলায় চারজন অতিথি খেলোয়াড় অংশ নিতে পারবেন। মূলত: স্থানীয় ফুটবলারদের সুযোগ করে দিতে এবং নতুন ফুটবলার তৈরীতে এ টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আরো জানান।

খেলা আয়োজক কমিটির সদস্য সচিব মারুফ আহমদ’র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক ফুটবলার নুরুল আলম, সাবেক ফুটবলার অভিনাশ বৈদ্য ও আবুল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ আরো অনেকে।

টুর্ণামেন্টের ফিক্্চার অনুযায়ী আগামী ২৯এপ্রিল রোববার নিদনপুর-সুপাতলা ফুটবল একাদশ বনাম ইয়াংস্টার ফুটবল ক্লাব, কাকুরা, ৩০ এপ্রিল তিলপাড়া ইউ/পি ফুটবল একাদশ বনাম শেওলা ইউ/পি ফুটবল একাদশ, ৩ এপ্রিল জলঢুপ স্পোর্টস একাডেমী বনাম দেউলগ্রাম জাগরন সংঘ ও ৪ এপ্রিল শুক্রবার সিটি ক্লাব ফুটবল একাদশ বিয়ানীবাজার বনাম লাউতা ইউনিয়ন ক্রীড়া সংস্থা পরস্পর মোকাবেলা করবে। টুর্নামেন্ট সফল করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন আয়োজক উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৮/এসএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন