Sylhet View 24 PRINT

গোয়াইনঘাটে কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ১১:১১:৪৫

গোয়াইনঘাট সংবাদদাতা:: গোয়াইনঘাটে কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের (অভিভাবক সদস্য পদে) ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে অভিভাবক সদস্য পদে ৮জন্য প্রার্থী অংশ গ্রহন করেন। দাতা সদস্য হিসেবে ২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদর রহমান।

বিকেল ৫টায় প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষনা করেন।  গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ভোটার সংখ্যা ছিল  ৪৩০জন। এর মধ্যে ৩৩৩জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এতে মোহাম্মদ আলী ফুটবল প্রতীক নিয়ে ২৩২ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করেন, মাওলানা মুছা মিয় মই প্রতিক নিয়ে ১৯৫ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন। তালা প্রতিক নিয়ে নবীব আলী ১৩২ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন, আনারস প্রতিক নিয়ে ইদ্রিস আলী ১২৮ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেন।

অন্যান্য প্রার্থীরা হলেন চেরাগ আলী ছাতা প্রতিক প্রাপ্ত ভোট ১১৯, হেলাল উদ্দিন চাকা প্রতিক প্রাপ্ত ভোট ১১৩,শামছুদ্দিন মাছ প্রাপ্ত ভোট ৮৮, মাসুক আহমদ কলসী প্রতিক প্রাপ্ত ভোট ৭৪পেয়েছেন। এদিকে অভিভাবক(মহিলা) সদস্য পদে রেখা বেগম বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।  অপরদিকে দাতা সদস্য হিসেবে ২জন প্রার্থী প্রতিতন্ধিতা করেন। আলীব্রক্স ১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মাওলানা আরব আলী  ভোট পেয়েছেন।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো. মুস্তাক আহমদ, সুলাল কান্তি দে ও প্রতিমা রানী দাস। এদিকে ভোট কেন্দ্র পরির্দশন করেন এডভোকেট মোহাম্মদ আলী সিলেট পল্লি বিদূত সমিতি ২-এর চেয়ারম্যান প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, গোয়াইনঘাট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মনজুর আহমদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৮/এমএ/এক


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.