Sylhet View 24 PRINT

তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ১২:১৭:০০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিক কে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বর্ডারগার্ড বিজিবি আটক করেছে।

আটকৃকৃত ভারতীয় নাগরিকরা হলেন, শিলং জেলার রানীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজং এর ছেলে অর্জিত হাজং (৬০), একই বস্তির অর্জিত হাজং এর ছেলে দেব জনি হাজং (৪৫), নিখিল হাজং এর ছেলে রামলা হাজং (৫০), কুঞ্জ থানার বন্ধু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো (৪৫)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট বিজিবি অধিন্যাস্থ চারাগাঁও বিজিবির একটি টহল দল ১১৯৫ মেইন পিলার অতিক্রম করে বাংলাদেশে ৪ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করলে তাদের বিজিবি আটক করে।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় বিএসএস ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টের তারকাটার ভিতরে চেক পোষ্ট নির্মাণ করার কথা বলে সলিম উদ্দিন (৩০) লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫), সচিন্ড দাস (৩৮) নামে ৪ বাংলাদেশী শ্রমিক নিয়ে যায়। চেকপোষ্ট নির্মাণ করার এক পর্যায়ে ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে। আটকৃতদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও তাদের ফেরত দেয়নি। এরই পরিপেক্ষিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ৪ ভারতীয় নাগরিকেও অনুপ্রবেশের দায়ে বিজিবিও আটক করে। এই নিয়ে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারতীয় ৪ নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক করেছে। ভারতীয় নাগরিক আটকের বিষয়ে বিএসএফর ব্যাটালিয়ন সিও কে বিষয়টি জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৮/এআরএস/এমকে-এম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.