Sylhet View 24 PRINT

দক্ষিণ এশিয়ায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে বাংলাদেশ এগিয়ে: শিক্ষামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ২০:০৮:২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে বাংলাদেশ সবার চেয়ে এগিয়ে। বর্তমান শেখ হাসিনা সরকার ৯৬ সনে ক্ষমতায় আসার পর দেশে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে। কিন্তু বিএনপি জামায়াত প্রতিহিংসার বশবর্তী হয়ে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে আবার তা চালু করে। দেশের অবকাঠামোগত খাতের উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ। তাই বর্তমান সরকার বিদ্যুৎখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে দেশে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০২১ সালের মধ্যে ২৫হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার আমুড়া ইউপিতে ২৫ লক্ষ টাকা ব্যয়ে ধারাবহর বাজার-আমুড়া ইউপি সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, উপজেলা নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, আমুড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দীপন,  পৌর ছাত্রলীগের সাংঘটনিক সম্পাদক দিদারুল আলম দিদার, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ ইমরান, নাজিমুল হক লস্কর। এর আগে শিক্ষামন্ত্রী উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান, গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে গোলাপগঞ্জ উপজেলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান এবং বাদেপাশা ইউনিয়ন প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, গরীব অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও নলকূপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৮/এএইচএ/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.