Sylhet View 24 PRINT

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ২০:৪০:৩০

সিলেট :: “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিবার পরিকল্পনার ডি.ডি ডা. লুৎফুর নাহার জেসমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসার ডা. আহমদ সিরাজুল মুনীর, ডা. আমজাদ হোসেন, ডা. মাইনুল আহসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ এর ডা. মিশাল পল প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিলেট সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে উলে­খযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশ কয়েকটি ক্ষেত্রে এগিয়ে গেছে। জনগণের পুষ্টিমান বাড়াতে দেশব্যাপী গণসচেতনতামূলক সমন্বিত কার্যক্রম জোরদার করতে হবে। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে জনগণের পুষ্টিমান উন্নয়নেও বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হবে। বিশেষ করে গ্রামের আর্থিক অসামর্থ্যরে কারণে যে জনগোষ্ঠী পুষ্টিমান নিশ্চিত করতে পাছে না, তাদের মধ্যে সঠিক পুষ্টি জ্ঞান তুলে ধরার ক্ষেত্রে পুষ্টিবিদগণ ভূমিকা রাখতে পারবেন।
 


সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৮/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.