আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৭ ০০:১০:৩৫

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন হয়।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২৮৭ জন ভোটারের মধ্যে ২৫৫ জন ভোট দেন। ভোটগণনা শেষে বিকেল ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।

এতে সভাপতি পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল পেয়েছেন ৬২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী পশ্চিম বর্ণি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অজিত দাস পেয়েছেন ৮১ ভোট এবং পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেহান উদ্দিন পেয়েছেন ৭৯ ভোট।

নির্বাচনে প্রিসাইডিং কমকর্তার দায়িত্ব পালন করেন পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু চন্দ্র দে।

সিলেটভিউ২৪ডটকম/২৭ এপ্রিল ২০১৮/এজেএল/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন