আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিলেট ছাত্রদলের বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৭ ০০:২৫:১৯

সিলেট :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর হাফিজ কমপ্লেক্স থেকে শুরু হয়ে নগরী সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহিন, যুবদল নেতা শাহিন আহমদ, দেলওয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, জেলা ছাত্রদল নেতা মুহি উদ্দিন মুহি, করিম আহমদ, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা সদস্য সচিব সেলিম আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিন, সাবেক কর্মসূচী প্রণয়ন বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সাবকে আহ্বায়ক জাহেদুর রহমান জাহেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সবুজ আহমদ, জেলা ছাত্রদল নেতা আব্দুছ ছামাদ, রাহাত আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, মহানগর ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সুমন, এলকাছ আহমদ রানা, মহানগর ছাত্রদল নেতা ইমাম মোঃ জহির, জৈন্তাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ইলিয়াস, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ভুইয়া, মহানগর ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন, আরমান আহমদ, আব্দুল করিম, পায়েল আহমদ, জাবের আহমদ, মাহফুজ আহমদ, রানা, দিপ ঘোষ, আবিদ আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং সংসদীয় গণতন্ত্র এনেছেন। বিচারের নামে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনের রায় সরকারের হীন সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ। বহুদলীয় গণতন্ত্রকে চিরদিনের জন্য বিদায় করে আগামী নিবার্চন পুনরায় একতরফাভাবে করতে একদলীয় দুঃশাসনকে চিরস্থায়ী করার লক্ষ্য আওয়ামী লীগের কোনদিন পূরণ হবে না। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

সিলেটভিউ২৪ডটকম/২৭ এপ্রিল ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন