আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে চালু হবে আরও পাঁচটি বর্ডার হাট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৫ ০০:৪০:৪০

সিলেটভিউ ডেস্ক :: দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত ও বাংলাদেশ সীমান্তে আরও ছয়টি বর্ডার হাট চালু হচ্ছে। এই ছয়টির মধ্যে ৫টি বর্ডার হাট চালু হবে সিলেট বিভাগে। এরইমধ্যে এসব বর্ডার হাট চালুর কাজ শুরু হয়েছে। এছাড়া চালু থাকা বর্ডার হাটগুলোতে বাংলাদেশি পণ্য বিক্রি বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (১৪ মে) ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর অনুষ্ঠিত বর্ডার হাট বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় জানানো হয়েছে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট, জুড়ি উপজেলার পশ্চিম বিটুলি, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সায়দাবাদ, দোয়ারাবাজারের বাগানবাড়ি ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভূঁইয়াপাড়ায় বর্ডার হাট চালুর কার্যক্রম চলছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের (এফটিএ) অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ও বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু বলেন, ‘দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজার রাখতে বর্ডার হাটের গুরুত্ব রয়েছে। এতে বাণিজ্যেরও উন্নতি হবে। তবে বর্ডার হাটের নিয়ম নীতি মেনে চলতে হবে।’

বর্তমানে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি, সুনামগঞ্জের ডলুরা, ফেণীর ছাগলনাইয়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তারাপুরে বর্ডার হাট চালু আছে।

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট ছাড়াও ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ফেনী সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসবের মধ্যে চালু থাকা বর্ডার হাটের সদস্যরা হাট বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৮/ডেস্ক/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন