আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কুলাউড়ায় এসএস‌সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী‌রা সংব‌র্ধিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ১৮:১৮:৩৩

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ার বরমচাল স্কুল এন্ড ক‌লে‌জের এসএস‌সি ২০০৩ ব্যা‌চের উ‌দ্যো‌গে এসএস‌সি ও দা‌খিল-২০১৮ পরীক্ষায় উত্তীর্ণ ২শত ৫০ শিক্ষার্থী‌কে সংবর্ধনা ও শু‌ভেচ্ছা স্মারক প্রদান করা হ‌য়ে‌ছে।

বুধবার (১৬ মে) দুপু‌রে বরমচাল স্কুল এন্ড ক‌লেজ ক্যাম্পা‌সে একই প্র‌তিষ্ঠান ছাড়াও বরমচাল সিংগুর উচ্চ বিদ্যালয় ও বরমচাল হযরত খন্দকার (র) দা‌খিল মাদ্রাসার শিক্ষার্থী‌দেরও সংবর্ধনা ও শু‌ভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসএস‌সি ২০০৩ ব্যা‌চের প্রভাষক আহসান রাব্বী মিরাজ ও সহকারী শি‌ক্ষক সাস্তানা আক্তার সি‌মি'র যৌথ সঞ্চালনায় এবং প্র‌তিষ্ঠা‌নের গভ‌র্ণিং ব‌ডি'র সদস্য মো. খয়রুল আ‌মিন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. সাদি উর র‌হিম জাদীদ।

এসময় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন- উপ‌জেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল হক, উপ‌জেলা সি‌নিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, বরমচাল স্কুল এন্ড ক‌লে‌জের অধ্যক্ষ ফজলুল হক, বরমচাল স্কুল এন্ড ক‌লে‌জের সা‌বেক শিক্ষক এবং বরমচাল আদর্শ সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সা‌বেক প্রধান শিক্ষক জুন্নারা বেগম।

এছাড়াও বক্তব্য রা‌খেন এসএস‌সি ২০০৩ ব্যা‌চের প্রবাসী অদুদ মিয়া সুমন, ইউ‌পি সদস্য আশরাফুল ইসলাম রাজীব, সহকারী শিক্ষক ইকবাল আহমদ।

অনুষ্ঠান শুরুর আ‌গে পবিত্র কোরআন তেলাওয়াত ক‌রেন এসএস‌সি ২০০৩ ব্যা‌চের রিয়াজ আহমদ, বাই‌বেল পাঠ ক‌রেন মাসৃতুল আম লেং, গীতা পাঠ ক‌রেন দশম শ্রেনীর ছাত্রী রাজশ্রী চৌধুরী হৃ‌দি।

এসময় অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন- বরমচাল স্কুল এন্ড ক‌লে‌জের অ‌ভিভাবক সদস্য ছয়ফুজ্জ‌ামান চৌধুরী, মাসুম আহমদ চৌধুরী, আব্দুল জহুর ডেন, প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার, এসএস‌সি ২০০৩ ব্যা‌চ এর সাংবা‌দিক সাইদুল হাসান সিপন, সাংবা‌দিক শা‌কির আহমদ, ব্যবসায়ী এনামুল আলম, আপন আহমদ লিটন, রোমান আহমদ, স্টি‌ফেন মার‌লিয়া, শেখ ইব্রা‌হিম আলী, রু‌মেনা আক্তার রু‌মি, ডাবলী বেগম, রীপা বেগম প্রমুখ।

অনুষ্ঠা‌নের শুরু‌তে প্র‌তিষ্ঠা‌নের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল মু‌হিত, সহকারী প্রধান শিক্ষক নিলয় রঞ্জন চক্রবর্তী, সহকারী শিক্ষক কুমুদ রঞ্জন চৌধুরী, সহকারী শিক্ষক ইউসুফ আহমদ স্মর‌ণে এক মি‌নিট নিরবতা পালন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৮/এসএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন