আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে লার্ণিং পয়েন্টের সার্টিফিকেট বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ১৯:৫৫:৪৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে লার্ণিং পয়েন্ট ক্যাম্পাসে আই.এল.টি.এস লাইফ স্কিলস পরীক্ষায় উত্তীর্ন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, স্কুল অফ ম্যানেজমেন্ট এন্ড এডমিনিষ্ট্রেশন প্রফেসর ড. মোসাদ্দেক হোসেন চৌধুরী।

লার্ণিং পয়েন্টের পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান প্রভাষক মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ও অফিস সহকারী ইলিয়াস আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কুদরতে এলাহী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, রজনীতিবীদ জসিম উদ্দিন জুনেদ, সংগঠক সিতাংশু গুণ, নূরুল ইসলাম, লার্নিং পয়েন্টের শিক্ষার্থী প্রমি গুণ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লার্ণিং পয়েন্টের শিক্ষার্থী আবুল এহসান ও স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আবদুল আলীম সুহেল। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক ছালিক মিয়া, জুবায়ের আহমদ, ফেরদৌস আহমদ, মোমিন আহমদ, বেলায়েত হোসাইন বেলাল, সাবেক এডমিশন অফিসার শিপলু হক, তালহা সুয়েব বিন-হেলালী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৮/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন