আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে ‘ভাষার রাজনীতি : বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ২০:১৫:২৩

সিলেট :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে “ভাষার রাজনীতি : বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়” শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা বুধবার দুপুর ৩টায় মিনি অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মাননীয় উপাচার্য, শাবিপ্রবি, সিলেট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, মাননীয় কোষাধ্যক্ষ, শাবিপ্রবি, সিলেট। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, মাননীয় পরিচালক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, শাবিপ্রবি, সিলেট।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, শাবিপ্রবি’র বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট প্রতিনিধি শামসুল আলম সেলিম, সিলেট সরকারী টিটি কলেজ এর অধ্যক্ষ মিছবাহ উদ্দীন আহমদ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি এ কে শেরাম, দৈনিক সিলেটের ডাক এর প্রধান রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল কবির, বাংলাদেশ বেতার এর প্রতিনিধ এম. রহমান ফারুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নারায়ণ সাহা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট বিভাগ, শাবিপ্রবি, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিকান্দার আলী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, মো: আবু হেনা পহিল, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ান ছোবহান, সহকারী অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউট-এর আরবি ভাষার খন্ডকালিন শিক্ষক এ. এস, মাতলুব আহমেদ, ইংরেজি ভাষার খন্ডকালিন শিক্ষক মো. ইব্রাহীম খলিল, শাবিপ্রবি কর্মকর্তা মো. কবির উদ্দিন, শাবিপ্রবি কর্মকর্তা শাহাদাত শিশির, প্রভাষক মামুনুরু রহমান রনি, সাংবাদিক কুমার গণেশ পাল, মো: মনিরুজ্জামান মনির, মো: ফিরোজ ইবনে রহমান, মো: শোকরানা সোহাগ, নূহাশ আকন্দ, সাইফ ছায়েম, মনজুরুল হক এবং শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদা পারভীন, ফাহমিদা শারমিন, মো. আব্দুস সুবুর সুমন, নিশাত ফেরদৌস শম্পা, মুদাচ্ছির আহমদ সালমান, গোলাম মাওলা চৌধুরী, বিপ্রেশ চন্দ্র দাস, সুমন সাহা, তাছলিমা আক্তার চৈতি, আল ইমরান খান এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অফিস সহকারী ঝুমন মোদক, শাকিল আহমেদসহ অসংখ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আধুনিক ভাষা ইনস্টিটিউট এর ফরাসি ভাষার প্রভাষক মো. রিয়াদুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইংরেজি ভাষার প্রভাষক মাছুমা আক্তার।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন