আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বরিশালে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ২০:৩১:৫৮

সিলেট :: বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে বরিশালের বাকেরগঞ্জে মাদরাসার সুপার মাওলানা আবু হানিফাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সহ সভাপতি মুয়ীনুল ইসলাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যকরি সদস্য মো. আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন ও জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় সদস্য কালিপদ দাস, সিলেট মহানগর সভাপতি বাহার উদ্দিন আকন্দ, যুব ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মো. জয়নুল ইসলাম, সোচ্চার সিলেটের সাধারণ সম্পাদক অর্জুন চক্রবর্তী, ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, জেলা যুবলীগ নেতা জুনায়েদ খোরাসানী। আরো বক্তব্য রাখেন মাওলানা সালেহ আহমদ, কাজল চন্দ্র দাস, আহমদ হোসেন, অপু কুমার দাস, ফজলে রহমান চৌধুরী, নিরঞ্জন সরকার, হাবিবুর রহমান, এম.এ জলিল, আবুল বাশার, এহসানুল হক, সৈয়দ ফয়জুল ইসলাম, জামাল আহমদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে দুষ্কৃতকারী জাহাঙ্গীর গংদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় হযরত শাহজালাল রহ.র পুণ্যভূমি সিলেট থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৮/প্রেবি/ডিজেএস


শেয়ার করুন

আপনার মতামত দিন