আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কানাইঘাটে বাজার মনিটরিং অভিযান শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ২৩:১৪:৩০

ফাইল ছবি

কানাইঘাট প্রতিনিধি :: পবিত্র রমজান মাসকে সামনে রেখে কানাইঘাট বাজারসহ অন্যান্য হাট বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মনিটরিং সহ ভেজাল ও বাসি খাবার বিক্রি বন্ধ এবং বাজার কেন্দ্রিক যানজট নিরসনে প্রশাসনের অভিযান শুরু হয়েছে।

বুধবার বিকেল ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির মেজিস্ট্র্যাট তানিয়া সুলতানা কানাইঘাট বাজারে রমজানের বাজার মনিটরিং সহ খাবারের হোটেল,ফলের দোকান,মাংস বাজার,মাছ বাজার,সবজি বাজার এবং বাজারের উত্তর ও দক্ষিণ বাজার স্টেন্ড এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি বাজারের সকল খাবারের হোটেলে গিয়ে রমজান মাসে ইফতারি সহ অন্যান্য খাবার ডেকে রাখার নির্দেশ দেন হোটেল মালিকদের। বাসি খাবার বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা সহ ভোক্তা আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন এবং একটি খাবারের দোকানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা ও তেল মিশিয়ে খেজুর বিক্রি করায় একটি ফলের দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন। রাস্তার মাঝে যানবাহন রাখলে ভবিষ্যৎ-এ মটর যান আইনে মামলা ও ভ্রাম্যমাণ আদালত করে সাজা দেওয়া হবে বলে নির্বাহী কর্মকর্তা পরিবহন শ্রমিকদের বলেন। 

সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৮/এমআর/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন