আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ছাতক ইউএনও অবরুদ্ধে ঘটনায় প্রশাসনিক তদন্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৯ ১৩:৫৯:৫৯

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের ইউএনও অফিসে অবস্থান নিয়ে সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল কর্তৃক ইউএনওকে ৫০ মিনিট অবরুদ্ধ রেখে ফেসবুক লাইভে প্রচার করার ঘটনাসহ সার্বিক বিষয় নিয়ে প্রশাসনিক তদন্ত হবে।

এই বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন হবে।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এ প্রতিবেদককে একথা জানান।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘ সিলেট ভিউ টুয়েন্টিফোর ডটকম, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকাসহ অন্যান্য পত্রিকার রিপোর্ট এবং ফেসবুকের লাইভসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখবে প্রশাসন। দ্রুতই এই বিষয়ে তদন্ত কমিটি করে দেওয়া হবে।’

উল্লেখ্য গত বৃহস্পতিবার অবৈধভাবে দাবি করা বিল পরিশোধ না করায় সুনামগঞ্জের ছাতক ইউনিয়নের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন সাহেল ৫ জন পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সদস্যকে নিয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বৃহস্পতিবার দুপুর ১ টা ১৮ মিনিট থেকে ৫০ মিনিট অবরুদ্ধ করে রাখেন।

পুলিশের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে অশালিন আচরণ, পাউবো’র একজন উপসহকারী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এসময়। পুরো বিষয়টি ফেসবুক লাইভে সম্প্রচার করেন ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল।
সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৮/এমএ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন