আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেটে দুই ঘন্টার অভিযানে ৩২ মাদকসেবীর কারাদন্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২০ ২০:৪৬:২২

সিলেট :: সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত টানা সোয়া দুইঘন্টা অভিযান চালিয়েছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১, স্পেশাল এবং সদর কোম্পানী,  সিলেট ক্যাম্পের তিনটি বিশেষ আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, এসএসপি নাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে।

এতে এসএমপির বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ৩২ জন সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।

সাজাকৃত ব্যক্তিরা হচ্ছে- ১। রাতুল মিয়া (২৫), পিতা-ওসমান গনী, গ্রাম-ফাদগর, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জকে ২০ (বিশ) দিন, ২। সাবুর হিম (২০), পিতা-জুরাত উল্লাহ, গ্রাম-নোটারা, থানা+জেলা-সুনামগঞ্জকে ১৫ (পনের) দিন, ৩। হাবিবুর রহমান (২৩), পিতা-ফখরুল উদ্দিন, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে ১৫ (পনের) দিন, ৪। মো. আবুল হোসেন, পিতা-তৈয়ব আলী, গ্রাম-আদেশী এস, থানা+জেলা-চট্টগ্রামকে ০১ (এক) মাস, ৫। মো. রাসেল (২৬), পিতা-আব্দুল কুদ্দুস,গ্রাম-নতুন বাজার শাহেব আলী রোড, থানা+জেলা-ময়মনসিংহকে ১৫ (পনের) দিন, ৬। মো. বদি হোসেন (২৪), পিতা-আব্দুস ছালাম, গ্রাম-বরড়ইকান্দি, থানা-সাদারগঞ্জ, জেলা-জামালপুরকে ২০ দিন, ৭। রহিম উদ্দিন (২০), পিতা-নাসির উদ্দিন, গ্রাম-নোয়াপাড়া, থানা-দোয়ারাবাজার, সুনামগঞ্জকে ২০ (বিশ) দিন, ৮। সাজ্জাদ নূর (১৮), পিতা-এলকার মিয়া, গ্রাম-বর্ণ গাও, থানা+জেলা-সুনামগঞ্জকে (১৫) দিন, ৯। মো. বাবুল মিয়া (৩০), পিতা-নূর মিয়া, গ্রাম-উম্মদপুর, থানা+জেলা-হবিগঞ্জকে ০১ (এক) মাসের, ১০। সেবুল মিয়া (২২), পিতা-আব্দুল সামাদ, থানা-বিশ^নাথ, জেলা-সিলেটকে ১৫  (পনের) দিন, ১১। গোপাল বাল (৩০), পিতা-দিলীপাল, গ্রাম-শিববাড়ী, থানা+জেলা-সিলেটকে ২০ দিন, ১২। মো. সেন্টু মিয়া (২০), পিতা-সমেস উদ্দিন,গ্রাম-ধলাশ্রম, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জকে ৪০ (চল্লিশ) দিন, ১৩। আব্দুল লতিব (৫২), পিতা-সিরাজুল ইসলাম, সাং-বারুর, থানা-দেবিদার, জেলা-কুমিল্লাকে ৪০ (চল্লিশ) দিন, ১৪। মো. জুয়েল (১৯), পিতা-মো. আবুল কালাম আজাদ, সাং-মোগলগঞ্জ, থানা+জেলা-বাগের হাটকে ০২ (দুই) মাস, ১৫। মো. সালাহ উদ্দিন (২০), পিতা-মো. আলমগীর, হোসেন, গ্রাম-বিবিল্লাশহর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লাকে ১৫ (পনের) দিন, ১৬। মো. দুলাল আহমদ (৪৫), পিতা-মৃত জামসেদ আলী, সাং-কুচাই, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে ২৮ (আঠাশ) দিন, ১৭। কবির আহমদ (২৭), পিতা-হারিছ আলী, সাং-বিরবাড়ী, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে ৪০ (চল্লিশ) দিনের, ১৮। উনু মিয়া (৩০), পিতা-গফুর মিয়া, সাং-বরাই উত্তরপাড়া, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে ২৪ (চব্বিশ) দিনের, ১৯। মো. আলী হোসেন (৩৫), পিতা-মজনু মিয়া, গ্রাম-চারখাই, বিয়ানীবাজার, জেলা-সিলেটকে ২০ (বিশ) দিন, ২০। স্বপন পাল (৩৫), পিতা-দেবেন্দ্র পাল,গ্রাম-বিরাই বাজার, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জকে ১৫ (পনের) দিন, ২১। রনি আহমদ (২৫), পিতা-পুতুল মিয়া, গ্রাম-সিলাম, টিলাপাড়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে ১৫ দিন, ২২। আম্বর আলী (৪০), পিতা-খসরু মিয়া, গ্রাম-ঘোষগাও, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে ১৫ (পনের) দিন, ২৩। মে. হুমায়ুন কবির ভূইয়া (৪৮), পিতা-মো. হান্নান ভূইয়া, গ্রাম-২৬৩, শুভেচ্ছা, শেখঘাট, থানা+জেলা-সিলেটকে ০৩ (তিন) মাস, ২৪। মো. শামিম আহমদ (৩৬), পিতা-মো. ইজাজ মিয়া, গ্রাম-পশ্চিম বরাক, থানা+জেলা-মৌলভীবাজার, ২৫। নুরুল ইসলাম (৩২), পিতা-মৃত আব্দুল সামাদ, গ্রাম-বাঘা, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে ০১ (এক) মাস,২৬। মো. আখতার হোসেন (৫০), পিতা-ছইল মিয়া, গ্রাম-বরইকান্দি, থানা-দক্ষিণ সুরমা,জেলা-সিলেটকে ১৫ (পনের) দিন, ২৭। মো. সেলিম মিয়া (৩০), পিতা-মো. তেরা মিয়া, গ্রাম-চর মোহাম্মদপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে ১৫ (পনের) দিন, ২৮। মো. সুহেল রানা (৩২), পিতা-মো. আমির হোসেন, গ্রাম-শ্যামগঞ্জ, থানা+জেলা-লক্ষীপুরকে ১৫ (পনের) দিনের,২৯। রাজন চক্রবর্তী (২৫), পিতা-দিপেন্দ্র চক্রবর্তী, গ্রাম-তাজপুর, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে, ১৫ (পনের) দিন, ৩০। জব্বার আলী (৫০), পিতা-মৃত-নিম্বর আলী, সাং-বলদী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে ১৫ (পনের) দিন, ৩১। বিলাল আহমদ (৩৯), পিতা-সুরুজ আলী, গ্রাম-বাঘা, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে ০১ (এক) মাস, ৩২।  মিরা (৪৫), পিতা-মৃত কুল্টু, গ্রাম-খাদিম নগর চা বাগান, থানা-শাহ্পরান, জেলা-সিলেটকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

তাদের নিকট থেকে ৬২০ গ্রাম গাঁজা, ৮ লিটার দেশিয় মদ, ১৭ টি মোবাইল ফোন, ১৭ টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা ও সেবন করার অপরাধে উল্লিখিত সাজা প্রদান করেন র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংস পূর্বক গ্রেফতারকৃত দন্ডিত মাদক সেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।                                                                                                    

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন