আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে রাস্তার ইট তুলে বিক্রি করলেন চেয়ারম্যান!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২০ ২১:৩৬:১৩

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ :: সিলেটের ফেঞ্চুগঞ্জে সরকারি প্রকল্প আওতার ইট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ বাবুলের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন নবনির্বাচিত চেয়ারম্যান লেইস চৌধুরী।

রবিবার (২০ মে) ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগপত্রে অভিযোগকারী হিসেবে আরো দুইজন ইউপি সদস্যের নাম ও স্বাক্ষর রয়েছে।

অভিযোগপত্রে তারা উল্লেখ করেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারন মির্জাপুর রাস্তাটি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইট সলিং করা হয়েছিল। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ বাবুল রাস্তা থেকে ইট তুলে তা অন্যত্র বিক্রি করে দিয়েছেন, যার কারনে রাস্তাটির বর্তমানে অবস্থা অত্যন্ত নাজুক। এ রাস্তা দিয়ে এখন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীদের যাতায়াত করতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে রাস্তা সংস্কার ও ইট বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান অভিযোগকারীরা।

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৮/এফইউ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন