Sylhet View 24 PRINT

টিলাগড়স্থ অছিয়ত আলী দাখিল মাদরাসায় দারুল কিরাতের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২০ ২১:৪৭:৩০

সিলেট :: দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা শাখায় রামাদ্বান মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ শুরু হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে মাদরাসা কমপ্লেক্সে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী। প্রশিক্ষণের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মুছাব্বির।

মাদরাসার সুপার ও দারুল কিরাতের প্রধানক্বারি মাওলানা আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও দারুল কিরাতের নাজিম মোঃ আহমদ আলী, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছমর উদ্দিন মানিক ও মহানগর যুবলীগের আহবায়ক আসাদ উদ্দিন।

দারুল কিরাতের সহ প্রধানক্বারি মাওলানা জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা রফিক আহমদ, মাওলানা বেলাল আহমদ, শাহ মো: জুনেদ,  দারুল কিরাতের শিক্ষক ক্বারি এস এম মনোয়ার হোসেন, ক্বারি সুয়েব আহমদ, ক্বারি আজাদ হোসাইন, ক্বারি ইমরান মাহমুদ, ক্বারি হাফিজ সায়েম হোসেন ও মান্নান মিয়া প্রমূখ। উল্লেখ্য, দারুল কিরাতের এ শাখায় এবার জামাতে সূরা থেকে জামাতে রাবে পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ নিচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৮/প্রেবি/এমকে-এম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.