আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে খাদ্যদ্রব্যে নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় বিশেষ উদ্যোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২০ ২৩:১৩:০১

সিলেটভিউ ডেস্ক :: পবিত্র রমজানে খাদ্যদ্রব্যে নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকিসমূহ মোকাবেলায় করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট।

সর্বসাধারণের নিরাপদ খাদ্যপ্রাপ্তির লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রবিবার সিলেট নগরীতে লিফলেট বিতরণ ও ইফতার সামগ্রী তৈরি এবং বিক্রয়ের জন্য নিয়োজিত খাদ্যকর্মীদের পরিচ্ছন্ন এপ্রোন, মাথার চুল ঢাকার ক্যাপ, হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেবের নেতৃত্বে এসময় বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে এসব  দ্রব্যসামগ্রী সিলেট বিভাগের প্রতিটি জেলায় বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে  বলে জানা গেছে।

পবিত্র রমজান উপলক্ষে জনগণের স্বাস্থ্যসম্মত খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গণবিজ্ঞপ্তি সম্বলিত লিফলেটটি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে প্রচার করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৮/টিকেএইচ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন