Sylhet View 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ইফতার সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২১ ২২:১৯:১২

সিলেট :: ‘বিবেকের রাজপথে, মানবতার মিছিলে’ স্লোগানকে উপজীব্য করে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

সোমবার (২১ মে) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের ৩৫টি গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষার্থীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন। ইফতার সামগ্রী গ্রহণ করতে আসা পরিবারগুলো সুষ্ঠুভাবে তা গ্রহণ করে।

ইফতার সামগ্রী হিসেবে প্রত্যেকটি পরিবার ১০ কেজি চাল, দেড় কেজি ডাল, দেড় কেজি ছোলা, ৫ কেজি আলু, ৫ কেজি পেয়াজ, ২৫০ গ্রাম রসুন, ১ কেজি লবন, ১০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম মরিচ, ২৫০ গ্রাম আদা, ৩ লিটার সয়াবিন তেল ও আধা কেজি খেজুর পায়।

আইন ও বিচার বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, “সমাজের উন্নয়নে মানবতা ও বিবেকের তাগিদই নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যকে সহায়তা করার প্রেরণা যোগায়।”

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৮/আরআইকে/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.