আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

সরকারি হলো ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২১ ২৩:০২:০০

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: শতাধিক বছর থেকে শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য আলোকিত মানুষ গড়ার বিদ্যাপীঠ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় ফেঞ্চুগঞ্জ। এ বিদ্যাপীঠে শিক্ষা অর্জন করে দেশ বিদেশে সুনামের সাথে প্রতিষ্ঠিত অসংখ্য গুনীজন। কিন্তু শতবর্ষ পার করেও সরকারি তালিকায় নামের জায়গা না হওয়ায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিলো।

অবশেষে প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তের ফলে দেশের অন্যান্য বিদ্যালয়ের মত সরকারিকরণ হল কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়। আজ  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জারি আদেশের তালিকায় সুনামধন্য বিদ্যাপীঠ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় ছাড়াও সিলেটের আরো ৪টি বিদ্যালয় রয়েছে।

বিদ্যালয়টি সরকারি করনের খবরে আনন্দ প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবিদ আহমেদ প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে বলেন, শতবর্ষী পুরনো বিদ্যালয়টি সরকারিকরণ হওয়ায় শিক্ষাদান বেগবান হবে।

শিক্ষার্থী রুমাম বলেন, আমাদের বিদ্যালয় সরকারিকরণ হওয়ার খবরে আমরা সবাই খুশি। এতে আমাদের বিদ্যার্জন সবার জন্য সহজ হবে।

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৮/এফইউ/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন