আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আত্মপ্রকাশ করলো ‘হাত বাড়াও’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৪ ১৫:৪৫:৫৪

সিলেট :: সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করার প্রয়াসে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের উদ্যোগে সামাজিক সংগঠন ‘হাত বাড়াও’ এর আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শাহানা আক্তার নামের এক দরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

‘ভালোবাসা থাকলে দারিদ্র ইতিহাস হবে, ভালোবাসা থাকলে পৃথিবী নিভৃত আবাসস্থলে পরিণত হবে’ রয়েল ওয়েডিংয়ের এই উদ্ধৃতি দিয়ে অনুষ্ঠানে ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা হয়। মানুষ পরস্পরকে ভালোবাসলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে ওঠবে।

অনুষ্ঠানের সমন্বয়ক মো. মাসুদ রানা বলেন, প্রতিমাসে একজন করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ‘হাত বাড়াও’।

সিলেটভিউ২৪ডটকম/২৪ মে ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন