আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কোম্পনীগঞ্জে মৎস্যজীবি গৌরাঙ্গ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৪ ১৫:৫১:৫৭

সিলেট :: কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের দিগলবাকের পার গ্রামের উত্তর দিগলবাক রূপালী মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য হত দরিদ্র গৌরাঙ্গ বিশ্বাস হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার ২টায় উপজেলা পরিষদ মাঠে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

১৭ এপ্রিল সকাল ৮টার দিকে ৪১নং গোয়াল হাওরে মাছ চুরিকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে। উল্লেখ্য যে, কোম্পানীগঞ্জ উপজেলা মৎসজীবি সম্প্রদায়ের লোকজন সরকারের ‘জাল যার জলা তার’ এই নীতির আলোকে উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরন ও বিল ইজারা গ্রহণ করে থাকেন। এরই ধারাবাকিতায় উত্তর দিগলবাক রুপালী মৎস্যজীবি সমবায় সমিতি বাংলাদেশ সরকার ইউনিয়ন ভূমি অফিস, কোম্পানীগঞ্জ সিলেটের স্বারক নং ই: ভূ: অ/কো:গং/জা: ম:/১৪৫ মূলে ২ বছর মেয়াদে ইজারা প্রাপ্ত হইয়া জলমহাল রক্ষনাবেক্ষনসহ মৎস্য সংরক্ষনকরিয়া আসছেন।

সমিতি জলমহাল দখলদেহী সমজিয় নেওয়ার পর হতে হত্যাকারীরা সমিতির সভাপতি, তার পরিবার ও সমিতির সদস্যগণকে মৎস্য আহরন, সংরক্ষনে বাধা বিপত্তি দিয়া আসছে এবং গোপনে চুরি করিয়া মৎস্য আহরন করে নিয়ে যেতে থাকে। এ কারণে সমিতির সদস্যগন জল মহালে পাহাড়া দিয়ে থাকেন। ১৭ এপ্রিল সকাল আনুমানিক ৮টার সময় হত্যাকারীরা মাছ চুরি করিয়া নিয়ে যাচ্ছে দেখে নিহত গৌরাঙ্গ বিশ্বাস মাছ চুরিতে  বাধা দিলে আসামীগন প্রাণে হত্যার উদ্দেশ্যে এক যুগে গৌরাঙ্গ বিশ্বাস কে বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্র দ্বারা আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় স্থানীয় লোকজন  আসিছে দেখে খুনী চক্র ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
পরে নিহতের বড় ভাই হরিন্দ্র বিশ্বাস বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং-জি আর ৬৮/১৮)। কিন্তু আজ পর্যন্ত পুলিশ আসল হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি বলে নিহতের পরিবারের দাবি। পরে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবু লাইছ এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে নিকেশ চন্দ্র বিশ্বাস ও রানু বিশ্বাসের যৌথ পরিচালনায়  বক্তব্য রাখেন,  সিলেট জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্রচার্য্য, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শামীম আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শৈলেন চন্দ্র দেবনাথ, শিক্ষক সাচ্ছা মিয়া, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক সুবিনয় মল্লিক , বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর চন্দ্র দাস, সাধারন সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা হিমেল কুমার দাস, যুগ্ম সাধারন সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, বিজয় সিংহ রিংকু, বিরেশ দেবনাথ, গৌরাঙ্গ দেবনাথ কৃপা, বংক বিহারী দেবনাথ, নিপেন্দ্র বিশ্বাস, ফনিন্দ্র সরকার, জিতেন্দ্র বিশ্বাস, নারদ বিশ্বাস, অভিনাশ বিশ্বাস, রমা কান্ত সাবেক মেম্বার, মো. চান মিয়া, গৌর মনি বিশ্বাস, ফুলেন বিশ্বাস, কুমেশ বিশ্বাস,  নিহতের স্ত্রী শ্রীমতি বীরজা বালা বিশ্বাস ও তার দুই ছেলে। 

সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০১৮/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন