আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ইলিয়াস আলীর বাসায় 'তল্লাশী'র প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৪ ২১:৪৩:৩৩

সিলেট :: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর ঢাকার বনানীস্থ বাসভবনে আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তল্লাশী ও পরিবারের সদস্যদের হয়রানির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে জড়ো হয়।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা শেখ শামসুদ্দীন শামসুলের যৌথ পরিচালনায় অনুষ্টিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, ছদরুল ইসলাম লোকমান, রিয়াজ উদ্দীন ইমরান, সুমেল আহমদ, শাহিদ আলী, সৌরভ আহমদ লাকী, আলাল আহমদ,আব্দুল কাদের, সৈয়দ মিনহাজ, জুনায়েদ আহমদ, লায়েক আহমদ, সায়েব খান,মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলী রুবেল,রুমন আহমদ, নজরুল ইসলাম, হাবিবুর রহমান সবুজ, ফয়ছল আহমদ, রাসেল আহমদ, আব্দুল কাওছার সাজন, কামরুজ্জামান রুহেল, তারেক আহমদ, মনির মিয়া, সুজন আহমদ, জাহেদুর রহমান, শহীদ নুর, নাঈম, মাইদুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর ঢাকার বনানীস্থ বাসভবনে আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তল্লাশী ও পরিবারের সদস্যদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিও জানানো হয় সমাবেশ।

সিলেটভিউ২৪ডটকম/২৪ মে ২০১৮/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন