Sylhet View 24 PRINT

সিলেটের ১০ স্কুল পাবে হারমোনিয়াম ও তবলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৭ ০০:১০:৩২

সিলেট :: সংস্কৃতিমনস্ক জাতি গড়ে তুলতে দেশের ১২ জেলার ১২০টি মাধ্যমিক বিদ্যালয়ে হারমোনিয়াম ও তবল বিতরণ করবে সরকার। এ জন্য জেলা প্রশাসনের বরাবর অর্থ বরাদ্দ করে আদেশ জারি করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, দেশজ সংস্কৃতি, কৃষ্টি, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং সংস্কৃতিমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে দেশের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে চলতি বছরে নতুন করে ১২টি জেলার প্রতিটিতে ১০টি করে মোট ১২০টি বিদ্যালয়ের সংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনার জন্য হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হবে।

এ জন্য প্রতিটি জেলার অনুকূলে ইতিমধ্যেই এক লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নড়াইল।

বরাদ্দপত্র অনুযায়ী, এই অর্থ ব্যয়ে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। ব্যয় বিবরণীসহ ‘সংস্কৃতি চর্চা’ কার্যক্রম সম্পর্কে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, বিভিন্ন জেলায় হারমোনিয়াম ও তবল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৭ মে ২০১৮/ডেস্ক/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.