আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেট সিটির ৭৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১২ ১৭:৩৮:১৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের ৭৪৮ কোটি টাকারও বেশি পরিমাণের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

সমপরিমাণ আয় ও সমপরিমাণ ব্যয় ধরে ৭৪৮ কোটি ৬৪ লাখ ৪০ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র।

বাজেটের উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো- হোল্ডিং ট্যাক্স ১৭ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুননির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগের ফি এক কোটি টাকা, নলকূপ স্থাপন অনুমোদন ও নবায়ন ফি ১ কোটি ৫০ লাখ টাকা প্রভৃতি।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৮/ডিজেএস/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন