আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সন্ধ্যাবাজারে হবে অত্যাধুনিক বহুতল ভবন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১২ ১৯:৩৫:৫৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকাস্থ আলোচিত-সমালোচিত ‘সন্ধ্যাবাজার’ এর স্থলে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন (সিসিক)। ১২তলা বিশিষ্ট এ ভবনের প্রথম ৬ তলায় থাকবে ব্যবসা প্রতিষ্ঠান, উপরের ৬ তলায় থাকবে আইসিটি ভবন।

মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বাজেট ঘোষণার বক্তব্যে এই তথ্য জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র বলেন, ‘কিছুদিন আগে আমরা সন্ধ্যাবাজারের ছড়ার উপর অনিয়মতান্ত্রিকভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙে দিয়েছি। এছাড়াও এখানে যাতে আর কোনো অসামাজিক কার্যকলাপ পরিচালিত না হয়, সেজন্য আমরা এখানে নতুনভাবে ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘ভবনের প্রথম ৬ তলায় থাকবে ব্যবসা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৬ তলায় থাকবে আইসিটি ভবন। ইতিমধ্যেই আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে নিয়ে আমরা জায়গা পরিদর্শন করেছি। তিনি আমাদেরকে ইতিবাচক আশ^াস দিয়েছেন।’

মেয়র সিলেট সিটির জন্য ৭৪৮ কোটি ৬৪ লাখ ৪০ টাকার বাজেট ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৮/ডিজেএস/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন