Sylhet View 24 PRINT

শাহী ঈদগাহে ৫০০ পুলিশের তিনস্তরের নিরাপত্তা বলয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৩ ১২:৪৩:২৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ঈদ জামাতে আসা মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিতে শাহী ঈদগাহে এবার তিনস্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
আজ বুধবার (১৩ জুন) সকাল ১১টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন- সিলেটের প্রধান ঈদ জামাতের স্থান শাহী ঈদগাহে প্রবেশের আগে মুসল্লীদের তল্লাশি করা হবে। জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না শাহী ঈদগাহে।

ঈদ জামাতের নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় পাঁচশত সদস্য দায়িত্ব পালন করবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

ঈদ জামাতের নিরাপত্তা নিয়ে বাড়তি কোন ঝুঁকি না থাকলেও পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলে জানান পুলিশ কমিশনার।

প্রসঙ্গত, সকাল সাড়ে ৮টায় সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জুন ২০১৮/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.