আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

অন্ধকার ফেঞ্চুগঞ্জ, ঈদ বাজারে ক্রেতা নেই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৩ ১৫:৪২:২০

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: চরম লোডশেডিং এর কবলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা। গত টানা ৪ দিন দীর্ঘ লোডশেডিং এ বিদ্যুৎবিহীন ফেঞ্চুগঞ্জ উপজেলা। দিনে কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়া করলেরও বিকালের দিকে পুরো বিদ্যুৎহীন হয়ে যায়। সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির শিকার ব্যবসায়ীরা।

এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ফেঞ্চুগঞ্জ সার্ভিস কেন্দ্রের নাম্বারে শতবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় না। এতে জনগণের ভোগান্তির মাত্র আরোও বেড়ে যায়।

অন্ধকারের কারণে ক্রেতা নেই মার্কেটগুলোতে। টানা বিদ্যুতবিহীন অবস্থাকে অরাজকতা আখ্যা দিয়ে ব্যবসায়ীরা বলেন, দমকা হাওয়া, ঝড় তুফান নেই হালকা বৃষ্টিতেই বিদ্যুৎ লাপাত্তা!

ব্যবসায়ী আবুল কালাম, হাজী ইলিয়াস বলেন বিদ্যুতের এই আচরণ অযৌক্তিক। টানা বিদ্যুৎবিহীন হয়ে যাবার মত প্রাকৃতিক দুর্যোগ নেই এ অবস্থায় বিদ্যুৎ সরববাহ বন্ধ রাখার কারণ জানা নেই।

রাত ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হয়নি। বিষয় জানতে পল্লীবিদ্যুত সমিতি (০১) ফেঞ্চুগঞ্জের সার্ভিস মোবাইল নাম্বারে শত চেষ্টা করেও লাইন পাওয়া যায় নি।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জুন ২০১৮/ এফইউ/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন