আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কানাইঘাটে আকস্মিক বন্যা, সুরমা’র পানি বিপদসীমার উপরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৩ ১৮:৪৩:০৪

মাহবুবুর রশিদ, কানাইঘাট প্রতিনিধি :: উজান নেমে আসা পাহাড়ী ঢলে কানাইঘাটে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বুধবার সকালের দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হঠাৎ করে এ বন্যা দেখা দেয়।

সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী বিভিন্ন ডাইক ভেঙ্গে যে কোন সময় তলিয়ে যেতে পারে। নদীর তীরবর্তী এলাকার লোকজন তাদের বাড়ী ঘরে আতংকের মধ্যে রয়েছেন। নিম্নাঞ্চল প্লাবিত থাকায় লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন।

কানাইঘাট দক্ষিণ এবং পূর্ব বাজার পানিতে তলিয়ে যাওয়ায় ঈদের কেনাকাটায় আসা নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও পৌরসভাস্থ ১ নং ওয়ার্ডের বায়মপুর, ২নং ওয়ার্ডের রামপুর গ্রামের ভিতর দিয়ে পানি ঢুকার খবর পাওয়া গেছে।

ইতোমধ্যে উপজেলার চাতল হাওড় সহ সবকটি হাওড়ে বানের পানি ঢুকতে শুরু করছে। পানি ক্রমেই বাড়ার কারণে গৌরিপুর, কান্দেবপুরে নবনির্মিত সুরমা ডাইক নিয়ে চিন্তিত রয়েছেন এলাকার মানুষ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জুন ২০১৮/ এমআর/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন