Sylhet View 24 PRINT

শ্রীহট্ট প্রকাশ-এর ১২ দিনব্যাপী একক বই প্রদর্শনী অক্টোবরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৩ ২১:৩৬:৩৬

সিলেট :: এই বছরের ২ আগস্ট শ্রীহট্ট প্রকাশ-এর দুই বছর পূর্ণ হবে। ২য় বর্ষপূর্তি উপলক্ষে এরমধ্যে বেশ কয়েকটি মানসন্মত বইয়ের প্রকাশনার কাজ শুরু করেছে শ্রীহট্ট প্রকাশ। তবে পাঠকের হাতে পৌঁছাতে সময় লাগবে কয়েকমাস। সবদিক বিবেচনা করে আগামী ২০ থেকে ৩১ অক্টোবর ১২ দিনব্যাপী একক বই প্রদর্শনীর আয়োজন করছে শ্রীহট্ট প্রকাশ।

শ্রীহট্ট প্রকাশ-এর একক বই প্রদর্শনীতে পাঠকরা ৩০% থেকে ৫০% ছাড়ে বই ক্রয় করতে পারবেন। পাঠকরা  শ্রীহট্ট প্রকাশ-এর নিজস্ব শোরুম থেকে  বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ-এর প্রকাশিত সকল বই ক্রয় করত পারবেন। শ্রীহট্ট প্রকাশ-এর শোরুমের ঠিকানা: শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট।


উল্লেখ্য, ইতিহাস/ মুক্তিযুদ্ধ/ মওলানা ভাসানী রচিত ও তাঁর উপর প্রকাশিত/ সংস্কৃতি/ নাটক/ গান/ শিশুতোষ/ ছড়া/ প্রেম/  গবেষণাধর্মীসহ বিভিন্ন বই স্থান পাবে শ্রীহট্ট প্রকাশ-এর একক বই প্রদর্শনীতে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জুন ২০১৮/প্রেবি/এমকে-এম


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.