আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে ঈদ উপহার হিসেবে বিদ্যুৎ পেলো ৮ শতাধিক পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৭ ২০:৪১:১৮

মাহবুব আলম, ছাতক প্রতিনিধি :: প্রতিশ্রুতি অনুযায়ী ঈদুল ফিতরের আগেই উপহার হিসেবে বিদ্যুৎসংযোগ পেয়েছে ছাতক উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় আট শতাধিক পরিবার।

রবিবার কালারুকা ইউনিয়নের ঝাঁওয়া আশ্রয়কেন্দ্র, নোয়াগাঁও, ছাতক সদর ইউনিয়নের কাজীহাটা গ্রামের কিছু অংশ ও ঈদের আগের দিন শুক্রবার বিকেলে সিংচাপইড় ইউনিয়নের পূরাণ সিংচাপইড়, সাতগাঁও ও নতুন জিয়াপুর গ্রামে বিদুৎ সংযোগের উদ্বোধন করেন সরকারি প্রতিষ্ঠান ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।

রবিবার সকালে কালারুকা ইউনিয়নে ইউপি আ.লীগের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সদর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কালারুকা ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।

বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি আ.লীগের সহ-সভাপতি শাহিনুর রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হক, আ.লীগ নেতা রইছ আলী, আরশ আলী, কামাল উদ্দিন, আজাদ মিয়া, হাজী আমিনুল হক।

উপস্থিত ছিলেন ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন রাজিব, ইউপি যুবলীগের সহ-সভাপতি আব্দুল হালিম শিপন, ইউপি সদস্য অমরী রানী, রেখা রানী, কবির আহমদ, আমির আলী প্রমুখ।

শুক্রবার বিকালে পুরান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আ.লীগ নেতা তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মাস্টার এবং ইউপি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেল আহমদ রাব্বীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, পরিচালক মোহাম্মদ আলী মিলন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আ.লীগের নেতা আফজাল হুসেন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ, ইউপি সদস্য মাসুক মিয়া, আজিজুর রহমান শান্ত, করম আলী, মফজ্জুল আলী, মহিম উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুন ২০১৮/এমএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন