আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বন্যার্তদের পাশে ‘এভারগ্রীণ হাজীপুর’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৮ ১১:৪১:১৩

সিলেট:: অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর, টিলাগাঁও, শরীফপুর, পৃথিমপাশা ইউনিয়নের লাখো মানুষ। তবে শুরু থেকেই অবহেলিত মানুষদের পাশে রয়েছে ‘এভারগ্রীণ হাজীপুর’ নামের একটি সামাজিক সংগঠন। এমনকি ঈদের দিনও তারা বন্যা কবলিত এলাকায় গিয়ে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এমনটাই জানিয়েছেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান রুহিন ও সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ।

তারা জানান, মনু নদীর ভাঙ্গনে মৌলভীবাজারে কয়েক লাখ মানুষ পানিবন্দি। তবে অসহায় ওই মানুষগুলোর কাছে সংগঠনের সদস্যরা গিয়েছেন। বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী। 
ঈদের দিন হাজীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। ওই ওয়ার্ডে প্রায় শতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছে সংগঠনটি। এ সময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন