আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্যবিতরণ করেছে এইড অ্যান্ড কেয়ার ট্রাস্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৮ ১২:১৫:৪৩

সিলেট :: লন্ডনস্থ এইড অ্যান্ড কেয়ার ট্রাস্ট, ইউকে এর উদ্যোগে গোয়াইনঘাটের রস্তমপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ২৫০ জন বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার বঙ্গবীর এম.এ.জি ওসমানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বন্যার্তদের মাঝে খাদ্য তুলে দেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান, দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাফ রির্পোটার মুনশী ইকবাল, জালালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শোয়াইবুর রহমান, মনির উদ্দিন, ফারুক আহমদ প্রমুখ।

পবিত্র ঈদ-উল ফিতরের আগের দিন খাদ্যসামগ্রী পেয়ে বন্যায় আক্রান্ত অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। উদ্যোক্তাদের কল্যাণে তারা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

লন্ডনস্থ এইড এন্ড কেয়ার ট্রাস্ট, ইউকে-এর পক্ষে দায়িত্বপ্রাপ্তরা প্রতিষ্ঠানের প্রধান মাওলানা আবদুল মালিক, উপদেষ্টা সূফী সুহেল আহমদসহ সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আগামীতেও দুঃস্থ-গরীবদের কল্যাণে এইড অ্যান্ড কেয়ার ট্রাস্টের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুন ২০১৮/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন