Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি দিকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৯ ১৫:৩৮:২২

মৌলভীবাজার প্রতিনিধি :: চলমান বন্যায় মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। মনু নদের পানি কমতে শুরু করেছে।

সর্বশেষ রবিবার রাতে বারইকোনা এলাকায় নদীর প্রতিরক্ষা বাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে মৌলভীবাজার পৌরসভার ৩টি ওয়ার্ড ও ৫ টি ইউনিয়নের শতাধিক গ্রাম। পানিবন্দী হয়েছে কয়েক হাজারো মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, মনুনদীর পানি বিপদ সীমার ৪১ সে.মি এবং ধলাই নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাধ ভেঙেছে উভয় নদীর ২৫টি স্থানে।

সরেজমিনে দেখা যায়, শহরের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে হাওরঞ্চলের পানি বৃদ্ধি পাচ্ছে। শহরের পানি নিচু এলাকার দিকে প্রভাহিত হচ্ছে। এখনও পানিবন্ধি রয়েছেন কয়েকটি ইউনিয়েনের মানুষ। শহরের সাথে রয়েছে যোগাযোগ বন্ধ। প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে বিতরণ করা হচ্ছে ত্রাণ। তবে প্রশাসনের অবহেলার কারণে সরকারী খাদ্য গুদামের প্রায় ২হাজার টন চাল পানিতে নষ্ট হয়ে গেছে।


সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৮/ওএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.