আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৯ ১৬:০৩:২০

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ::  দিন দিন বাড়ছে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর পানি। বিপদসীমার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে নদীর পানি। সংশ্লিষ্টসূত্র সিলেটভিউকে এমন তথ্য জানিয়েছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান সড়ক ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার।

আক্রান্ত হয়েছেন উপজেলার ভেলকুনা, সাইলকান্দি, সুরিকান্দি, গয়াসী গ্রাম। প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে মানিককোনা, পিটাইটিকর, ছত্তিস, বাঘমারা, কুরকুছি পার, নারায়নপুর, ইসলামপুর এলাকা।

আজ মঙ্গলবার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান অঞ্চলের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা।

এদিকে বন্যা আক্রমন শুরু হলেও সরকারি সাহায্য তৎপরতা দেখা যায়নি।

সাধারণ মানুষ সরকারী সাহায্য প্রদানের দাবি করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ জুন ২০১৮/ এফইউ/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন