আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

'মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানে বঙ্গবীর ওসমানী মহানায়ক হয়েছেন'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৯ ১৭:১৪:২৩

সিলেট :: সাবেক সচিব ও হাইকমিশনার, দেশের মোফাজ্জল করিম বলেছেন, আামাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ  অসামান্য অবদান এবং সফল ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ১৯৭১-এ সশস্ত্র মুক্তি সংগ্রামে মহানায়কের আসনে সমাসীন হয়েছেন। এ দেশ, এ জাতি তাঁর কাছে অপরিশোধ্য ঋণে আবদ্ধ।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেট স্টেশন ক্লাবের কনফারেন্স হলে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসামানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসামানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য-সচিব ও দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের যুগ্ম সদস্য-সচিব ও বাংলা টিভি’র সিলেট ব্যুরো চিফ আবু তালেব মুরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসামানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান, জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সিলেট প্রবীণ হিতৈষী সংঘের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সদ্য-প্রাক্তন জেনারেল ম্যানেজার মো.আব্দুর রউফ, জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য-সচিব ও গণদাবি ফোরাম সিলেট এর সভাপতি এডভোকেট চৌধুরী আজাদুর রহমান আজাদ, ৭১'ভিটির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক-সংগঠক ও সময় ডট কম সম্পাদক সাঈদ চৌধুরী, ওসমানী জাদুঘরের সহকারি কীপার মো. জিয়ারত হোসেন খান,যুব সংগঠক আফিকুর রহমান আফিক, ব্যবসায়ী ও সমাজসেবী আফতাব আহমদ, সাপ্তাহিক বাংলার মা্িট’র সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী এবং সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন