আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

হাজারো মানুষের ভালবাসায় সাংবাদিক চান মিয়াকে শেষ বিদায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৯ ২০:৪৭:০৮

ছাতক প্রতিনিধি :: ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি সাংবাদিক এএফএম চাঁন মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর ৫পুত্র ১কন্যা স্ত্রীসহ আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেলে তার নিজ গ্রাম কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে হাফিজ শাহিন আহমদ।

জানাযায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ জেলা আ.লীগের সদস্য ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আ ন ওহিদ কনা মিয়া, গোবিন্দনগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদের সভাপতি এড. রেজাউল করিম তালুকদার, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ছাতক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ তিতুমীর, দৈনিক সমকালের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দৈনিক জনতার বুরো চীফ কামাল আহমদ, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি তালুকদার মোঃ মকবুল হোসেন, কালারুকা ইউপি আ' লীগের সভাপতি আফতাব উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, রাজাপুর গ্রামের মুরব্বী নুর উদ্দিন, জেলা জাপা নেতা মুক্তার আলী, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, উত্তর খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সৈদেরগাও ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সিরাজুল ফারুকী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি জমিরুল ইসলাম মমতাজ, আব্দুল হামিদ, জেলা জাগপা সভাপতি আমিনুল ইসলাম বকুল, জাতীয় পার্টির সাবেক সাধারণ এড.আবুল হাসান. ছাতক উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আকতার হোসাইন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফরিদ আহমদ,  ইসলামপুর যুব ও সমাজ কল্যান সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তজম্মুল হক রিপন, সহ ছাতক দোয়ারার কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, হেপাটাইটিস বি ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৯টায় সাংবাদিক এফ এম চাঁন মিয়া সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

ছাতকের প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। এক সময়ের বহুল প্রচারিত দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। সিনিয়র এই গণমাধ্যম ব্যক্তিত্ব’র মৃত্যুতে ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়ার অকাল  মৃত্যুতে ছাতক প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৮/এমএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন