আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রাজনগের ত্রাণ বিতরণ করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২০ ১৮:৪১:৫৫

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কামারচাক ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে এসএম জাকির হোসাইন কামারচাক ইউনিয়নের মিলের বাজার এলাকায় যান। সেখানে তিনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলের বাজার, পঞ্চানন্দপুর, মরিচা, ইসলামপুর, করাইয়াসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছফু আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশারত মিয়া, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ।

এদিকে বুধবার উপজেলার কামারচাক ও মনসুরনগর ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি, পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচ, ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম, শায়েখে ইন্দেশ্বরী ফাউন্ডেশন, হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা, বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ ব্যবসায়ীরা।

মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যান মিলন বখত বলেন, সরকারী ত্রাণের অপেক্ষা না করে শুরু থেকেই আমার নিজ উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

মঙ্গলবার বিকালে ১ হাজারেরও বেশি পরিবারে ত্রাণ দিয়েছি। তালিকা প্রস্তত করে বন্যার্থ মানুষদের মাঝে সরকারী ত্রাণ পৌঁছে হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২০ জুন ২০১৮/এআরএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন