Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জে পানিবন্দী হাজারো মানুষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২০ ২১:২১:১২

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় বিভিন্ন গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয় উপজেলার প্রায় ২৮টি গ্রাম। সৃষ্ট বন্যার কারণে খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছেন অনেকে।

উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা, পিটাইটিকর, ছত্তিশ একাংশ, ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার, উত্তর ইসলামপুর, কেএম টিলা, ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার, নাথ কলোনী, ইন্তাজ আলী আবাসিক এলাকা, পশ্চিমবাজার আবাসিক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

এছাড়াও মাইজগাঁও ইউনিয়নের ভরাউট, গুচ্ছগ্রাম, মঈনপুর, বারহাল নুরপুরের বিলাইলেঞ্জি, ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্টিরপুর, কুরবারপুর গাজিপুর একাংশ, উত্তর ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা ইউনিয়নের দিনপুর, আটঘর, উত্তরপাড়া, পাঠানচক (খালিপুতা), পূর্ব ইলাশপুর, ডণ্ডি, মাঝপাড়া ছালেপুর, দনারাম, খিলপাড়া, মহিদপুর, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভেলকোনা, সুড়িকান্দি, শাইলকান্দি, গয়াসি, মানিকোনা বন্দরপাড়া, গংগাপুর এলাকাগুলো প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ।

অন্যদিকে ফেঞ্চুগঞ্জ সদরে প্রধান সড়কটি প্লাবিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুন ২০১৮/এফইউ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.