Sylhet View 24 PRINT

ভেঙ্গে ফেলা হল কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২১ ০০:১০:৩০

নিজস্ব প্রতিবেদক :: ভেঙ্গে ফেলা হয়েছে সিলেটের কদমতলী পয়েন্টে নির্মিত ‘মুক্তিযোদ্ধা চত্বর’। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ঝালোপাড়া থেকে কদমতলী পয়েন্ট পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের জন্য সম্প্রতী এ চত্বর ভেঙ্গে ফেলা হয়।

স্থানীয় ব্যক্তিরা জানান, ১৯৯৬ সালে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা চত্বর স্থাপন করা হয়। চত্বরের মাঝখানে নির্মাণ করা হয় শ্বেত মার্বেলপাথরের একটি স্থাপনা। এটির দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় সিলেট সিটি করপোরেশনকে।

কিন্তু, নির্মাণের কয়েক বছর পরই সেটি হয়ে উঠে বিজ্ঞাপনি চত্বর। রাজনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে ছেয়ে যেত এই মুক্তিযোদ্ধা চত্বরটি। ঢেকে যেত স্থাপনাটির নান্দনিক সৌন্দর্য।

এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন সিলেটভিউকে বলেন- চার লেন সড়ক নির্মাণের জন্য ‘মুক্তিযোদ্ধা চত্বর’টি ভাঙ্গা হয়েছে। সড়কের কাজ শেষ হলে আরো নান্দনিকরুপে গড়ে তুলা হবে এই চত্বর।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুন ২০১৮/এএইচ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.